হরিশংকরপুর ইউনিয়ন
বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। কালের স্বাক্ষী বহনকারী নবগঙ্গা নদীর তীরে গড়ে উঠা ঝিনাইদহ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন অঞ্চল হলো হরিশংকরপুর ইউনিয়ন । এটি ৬৯.৮৮ কিমি২ (২৬.৯৮ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত
কাল পরিক্রমায় আজ হরিশংকরপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। ইউনিয়ন পরিষদটি ঝিনাইদহ সদর থেকে ১৬ কি.মি উত্তর -পূর্ব দিকে অবস্থিত।ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে বাস , টেম্পু অথবা সিএন জি যোগে হরিশংকরপুর ইউনিয়ন পরিষদে আসা যায় ।
গ্রামসমূহ
পৈলানপুর
পাইকপাড়া
কোদালিয়া
ভোজঘাট
হরিশংকরপুর
কান্দড়া
কিসমত কান্দড়া
পরানপুর
সীতারামপুর
চন্দ্রজানী
হুদাবাকড়ী
পোড়াবাকড়ী
আলিয়ার বাকড়ী
নরহরিদ্রা
রাজধরপুর
ফটিকখালী
বাজিৎপুর
পানামী
আর্য্যনারায়নপুর
গোবিন্দপুর
সুতলিয়া
উল্লেখযোগ্য ব্যক্তি
২. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর - ইসলামি ব্যক্তিত্ব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
|
|
|
---|---|---|
এক নজরে ইউনিয়ন |
||
ইউনিয়নকে জানুন- |
ইউনিয়নের সীমানা |
উত্তরেঃ আবাইপুর ইউপি, শৈলকূপা, দক্ষিনেঃ পদ্মকর, ইউপি। পূর্বে মাগুরা উপজেলা।পশিমেঃ পোড়াহাটি ইউপি। |
আয়তন |
২৬.৯৮ বঃকিঃ। |
|
মোট গ্রামের সংখ্যা |
২২ টি । |
|
মোট মৌজার সংখ্যা |
২১ টি । |
|
মোট জনসংখ্যা |
পুরুষঃ ৮৮০৯ জন , মহিলাঃ ৮৬০৯ জন মোটঃ ১৭৪১৭ জন। |
|
যোগাযোগ ব্যবস্থা |
উপজেলা পরিষদ হইতে পাকা রাস্তায় ভ্যান, বেবিট্যাক্সি ও মোটরযোগে। |
|
দর্শনীয় স্থান |
কেপি বসুর বসত বাড়ী। |
|
শিক্ষার হার |
৬৭%। |
|
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা |
মাধ্যামিক-২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-১১টি, মাদ্রাসা-৫টি
|
|
মসজিদ ও মাদ্রাসা |
৪১ টি মসজিদ ও ৫টি মাদ্রাসা। |
|
কমিউনিটি ক্লিনিক |
৩টি। |
|
হাট বাজার |
৪ টি । |
|
রাস্তা,নলকূপ, তারা পাম্পের, ও আবাদী জমির পরিমান
|
(জ) রাস্তা ও সড়কের পরিমাণ (কিঃমিঃ)ঃ ১। পাকাঃ17 কিঃমিঃ। ২। এইচ, বি,বিঃ ৩ কিঃ মিঃ ৩। কাঁচা ঃ ৫০ কিঃ কিঃ। (ঝ) নলকুপের সংখ্যা ঃ ১। অগভীরঃ ২৯৩৯ টি। ২। অভীর ঃ - টি । ৩। তারাপাম্পঃ ৩৫ টি। (ঞ) জমির পরিমান(একরে)ঃ১। এক ফসলী ঃ ১০৪০ (একর) ২। দু ফসলীঃ ৩৮১০ (একর) ৩। তিন ফসলীঃ ১২০৯ (একর) ৪। পতিত জমিঃ ৪.০৯ (একর)। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস