১০নং হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ-
| সাংগাঠনিক কাঠামো |
|
ইউনিয়ন পরিষদের কার্যাবলী | ১.আইন- শৃংখলা রক্ষ করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা ২. অপরাধ, বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা ৩. জনগনের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিকল্পে কৃষি, বন, বৃক্ষরোপন, মৎস্য ও পশু সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, যোগাযোগ, সেচ ও বণ্যা নিয়ন্ত্রন ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করা ৪.পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো ৫. স্থানীয় সম্পদের উন্ন য়ণ ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা ৬. জনগনের সম্পত্তি যথাঃ রাস্তা, ব্যীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ লাইন, সরকারী সম্পত্তি ইত্যাদি সংরক্ষন ও রক্ষনাবেক্ষন করা ৭. ইউনিয়ন পর্যায়ে সকল সংষ্তার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ পেশ করা ৮.স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও ব্যবহারে জনগনকে উৎসাহ প্রদান ও প্রচারনা করা । ৯. জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা ১০. সব ধরনের শুমারী পরিচালনা করা ইত্যাদি। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS