Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক অবস্থান

ভৌগলিক পরিচিতি

 

দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহ। এর উত্তরে রয়েছে কুষ্টিয়া জেলা ,পূর্বে মাগুরা, দক্ষিণে যশোর ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও চুয়াডাঙ্গা জেলা।ঝিনাইদহ জেলা ২৩.১৫' উত্তর অক্ষাংশ থেকে ২৩°.৪৫³ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°.৪৫' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°.১৫' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। জেলার মোট আয়তন ৭৫৮ বর্গমাইল (১৯৪১.৩৬ বর্গ কিমি)। ঝিনাইদহ সদর,কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর,শৈলকুপা ও হরিণাকুন্ডু ৬ টি উপজেলার সমন্বয়ে ঝিনাইদহ জেলা গঠিত। আয়তনের দিক থেকে ঝিনাইদহ সদর উপজেলা বৃহত্তম ( ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত) এবং ক্ষুদ্রতম উপজেলা কোটচাঁদপুর( ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত)।

 

কৃষি জলবায়ু

 

এখানকার জলবায়ু উষ্ণ ধরনের সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২°.২৪' সেলসিয়াস এবং বার্ষিক বৃষ্টিপাত ১৫২.১৯০ সেমি। ঝিনাইদহের বুক চিরে বয়ে চলেছে বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদী।

 

ছবি

 

সংযুক্তি

 

সংযুক্তি (একাধিক)