Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হরিশংকরপুর ইউনিয়ন।

 

 কালের স্বাক্ষী বহনকারী নবগংঙ্গা তীরে গড়ে  উঠা ঝিনাইদহ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো হরিশংকরপুর ইউনিয়ন ।

কাল পরিক্রমায় আজ হরিশংকরপুর  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।ইউনিয়ন পরিষদটি ঝিনাইদহ সদর থেকে ১৬ কি.মি উত্তর -পূর্ব দিকে অবস্থিত।ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে বাস , টেম্পু অথবা সিএন জি যোগে হরিশংকরপুর ইউনিয়ন পরিষদে আসা যায় ।

যোগাযোগ: ০১৮৫৫৮৬৯৯৮৪( মো: শাহীন সিরাজ) উদ্যোক্তা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ।

ক) নাম – ১০নং হরিশংকরপুর  ইউনিয়ন পরিষদ।

 

 

ইউনিয়নকে জানুন-

ইউনিয়নের সীমানা

উত্তরেঃ  আবাইপুর ইউপি, শৈলকূপা, দক্ষিনেঃ পদ্মকর,  ইউপি।                পূর্বে মাগুরা উপজেলা।     পশিমেঃ পোড়াহাটি ইউপি।

আয়তন

২৬.৯৮ বঃকিঃ।

মোট গ্রামের সংখ্যা

২২ টি ।

মোট মৌজার সংখ্যা

২১ টি ।

মোট জনসংখ্যা

পুরুষঃ ৮৮০৯ জন , মহিলাঃ ৮৬০৯ জন মোটঃ ১৭৪১৭ জন।

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা পরিষদ হইতে পাকা রাস্তায় ভ্যান, বেবিট্যাক্সি ও মোটরযোগে।

দর্শনীয় স্থান

কেপি বসুর বসত বাড়ী।

শিক্ষার হার

৬৭%।

শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

মাধ্যামিক-২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-৫টি, মাদ্রা্সা-৫টি

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়-৪টি।

মসজিদ ও মাদ্রাসা

২৭টি মসজিদ ও ৫টি মাদ্রাসা।

কমিউনিটি ক্লিনিক

৩টি।

হাট বাজার

৪ টি ।

রাস্তা,নলকূপ,

তারা পাম্পের, ও

আবাদী জমির পরিমান

 

 

(জ) রাস্তা ও সড়কের  পরিমাণ  (কিঃমিঃ)ঃ  ১। পাকাঃ ৭কিঃমিঃ।  ২। এইচ, বি,বিঃ ৩ কিঃ মিঃ

৩। কাঁচা ঃ  ৫০ কিঃ কিঃ।

(ঝ) নলকুপের  সংখ্যা     ঃ ১। অগভীরঃ ২৯৩৯ টি।  ২।  অভীর ঃ  - টি ।  ৩।  তারাপাম্পঃ ৩৫ টি।

(ঞ) জমির  পরিমান(একরে)ঃ১। এক ফসলী ঃ ১০৪০ (একর)   ২। দু ফসলীঃ ৩৮১০ (একর)

৩। তিন ফসলীঃ ১২০৯ (একর)    ৪। পতিত  জমিঃ ৪.০৯ (একর)।